বগুড়ার শেরপুরে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বগুড়ার শেরপুরে দিনব্যাপি নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (২৩জুন) সকালে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। সেইসঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়ার সঞ্চালনায় দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. গোলাম ফারুক, মোহাম্মদ আলী মন্টু, মোকাররিম হোসেন রবি, এড. ইলিয়াস উদ্দীন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদ সুলতান মাহমুদ, আ.লীগ নেতা শাহজামাল সিরাজী, মকবুল হোসেন, এড. রেজাউল করিম মজনু, স.ম হাফিজুল ইসলাম, গোবিন্দ বাগচি, আব্দুল ওহাব, হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল করিম সিপ্লব, নূরে আলম সানি, ছাত্রলীগ নেতা আরিফুর রহমাম শুভ, রনি সরকার প্রমূখ বক্তব্য রাখেন। শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি