বগুড়ায় করোনায় মৃত্যু ৪,আক্রান্ত ৬২
বগুড়ায় করোনা ভাইরাসের সংক্রামন বেড়ে মৃত্যুর সংখ্যাও বেড়ে যাচ্ছে। ৭দিনের বিধি নিষেধ দিলেও আক্রান্ত ও মৃত্যু সংখ্যা কমেনি। জেলায় নতুন করে আরো ৪ জনের মৃত্যু নিয়ে গত আট দিনে জেলায় মারা গেলেন ২৮জন। আর নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৬২ জন। এ নিয়ে জেলায় মোট করোনায় মারা গেলেন ৩৫৭ জন।
বুধবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছেন চার জন। এরমধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে বগুড়া সদর উপজেলার বাসিন্দা পান্না (৫৫) ও খালিদ (৫২) এবং মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেরপুরের জয় খান (৫৫) ও নওগাঁ জেলার আব্দুর রাজ্জাক মারা যান। এনিয়ে গত আটদিনে জেলায় ২৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় (২২ জুন) নতুন করে ৩৮২ নমুনার ফলাফলে শনাক্ত হয়েছেন আরও ৬২ জন। আক্রান্তের হার ১৬ দশমিক ২৩ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২৭ জন। নতুন আক্রান্ত ৬২ জনের মধ্যে বগুড়া সদরের ৪৭ জন, আদমদীঘিতে ৭ জন, ধুনটে ৫ জন, নন্দীগ্রাম, গাবতলী ও শাজাহানপুরে একজন করে আক্রান্ত হয়েছেন।
বগুড়া জেলায় করোনায় মোট আক্রান্ত হলেন ১৩ হাজার ৫৪ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ২৭৩ জন। এছাড়াও নতুন করে ৪ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩৫৭ জনে। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৪২৪ জন।

ষ্টাফ রিপোর্টার