শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫৯ বোতল ফেন্সিডিল সহ ২জন আটক
বগুড়ার শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৯ বোতল ফেন্সিডিল সহ ২জন কে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বুধবার বিকেল অনুমান ৬টায় শিবগঞ্জের গোপিনাথপুর বাস্ট্যান্ডে চত্বরে মটর সাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মটর সাইকেল আরোহীরা তাদের মটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে তাদের সঙ্গে বহন করা ব্যাগের মধ্যে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৫৯ বোতল ফেন্সিডিল জব্দ করে তাদেরকে আটক করে। আটকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার চালা গ্রামের সাইফুল আলমের ছেলে জান্নাতুল ফেরদাউস রাসেদ (৪০), একই গ্রামের মৃত: ইউসুফ খান এর ছেলে রাসেল খান (৪০)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিরাজুল ইসলাম জানান, দিনাজপুর থেকে মটরসাইকেল যোগে ফেন্সিডিল বহন করে সিরাজগঞ্জ যাওয়ার পথে শিবগঞ্জ উপজেলার গোপিনাথপুর এলাকায় মাদক কারবারিরা সড়ক দূর্ঘটনায় পতিত হয়। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি