নন্দীগ্রামে কুখ্যাত মোবাইল চোর নাজিম উদ্দিন গ্রেফতার
নন্দীগ্রামে কুখ্যাত মোবাইল চোর নাজিম উদ্দিন কে ১২ টি স্মার্টফোন সহ গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।
থানা সুত্রে জানা গেছে, গত (২২ জুন) রাত ১১টা ২০মি: নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নির্দেশনায় থানার এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বিজরুল পাকুরিয়া পাড়ার সাইফুল ইসলামের পুত্র নাজিম উদ্দিন(২৫) কে গ্রেফতার করে, এবং তার সিকারুক্তি মোতাবেক তার নিজ ঘরে একটি ব্যগ থেকে বিভিন্ন ব্রান্ডের ১৩টি স্মার্টফোন উদ্ধার করে নাজিম উদ্দিনকে বগুড়া কোর্টহাজতে প্রেরন করা হয়েছে, এবং ৭ দিনের রিমান্ড চেয়েছে নন্দীগ্রাম থানা পুলিশ।
(ওসি) আবুল কালাম আজাদ জানান,ইতি মধ্যই বিভিন্ন ব্যক্তির নিকট থেকে মোবাইল চুুরি করে বিক্রয় করেছে এ সংক্রান্তে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি