নন্দীগ্রামে ওমরপুর ওয়ার্ড যুবলীগের আনন্দ মিছিল
বগুড়ার নন্দীগ্রামে পৌর যুবলীগের ওমরপুর ২নং ওয়ার্ডের নতুন কমিটি ঘোষণা করায় নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।
বুধবার বিকেলে ওমরপুর বাজারে ওয়ার্ড যুবলীগের নবনির্বাচিত আহবায়ক আশরাফুল আজম ও যুগ্ম আহবায়ক নুরনবীর নেতৃত্বে মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডের কারণে গত মঙ্গলবার জরুরি সভার মাধ্যমে ওমরপুর ২নং ওয়ার্ডের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন পৌর যুবলীগের আহবায়ক জাহিদুল হক সুজন ও যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান। একইসাথে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি