নন্দীগ্রামে ওরাপ ও পল্লী উন্নয়ন সংস্থার মাস্ক বিতরন
বগুড়ার নন্দীগ্রামে ওরাপ ও পল্লী উন্নয়ন সংস্কার মাস্ক বিতরন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে সুরক্ষার জন্য বগুড়ার নন্দীগ্রামে (২৪ই জুন) বৃহস্পতিবার ওরাপ ও পল্লী উন্নয়ন সংস্থা নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন অফিসেও এলাকাবাসীর মাঝে মাস্ক বিতরণ করে ওরাপ‘র নির্বাহী পরিচালক মোদাচ্ছির রহমান। এসময় উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত‘র হাতে মাস্ক তুলে দেন। উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ (ওসি) আবুল কালাম আজাদ , সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন সহ এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের নিকট মাস্ক বিতরন করেন, ওরাপে‘র নির্বাহী পরিচালক মোদাচ্ছির রহমান জানান, সর্বমোট ১ হাজার মাস্ক বিতরন করা হয়। এবং করোনা পরিস্থিতিতে সুরক্ষার জন্য মাস্ক বিতরন করা হয়েছে।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি