Journalbd24.com

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • তৃতীয় দিনের মতো শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান   নন্দীগ্রামে মাছ বাজারে অটোভ্যান চুরি, চোরসহ ভ্যান উদ্ধার   ইন্দোনেশিয়ায় ভূমিধস, নিখোঁজ ২১   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • মোজাম্মেলের অচল পায়ে সচল থাকার তীব্র লড়াই
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৪ জুন, ২০২১ ১৯:৫৩
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৪ জুন, ২০২১ ১৯:৫৩

    আরো খবর

    নন্দীগ্রামে মাছ বাজারে অটোভ্যান চুরি, চোরসহ ভ্যান উদ্ধার
    নন্দীগ্রামে রাজনৈতিক মামলায় দুই জন গ্রেফতার
    শাজাহানপুরে লিভানা হজ্জ গ্রুপের ওমরাহ যাত্রীদের প্রশিক্ষণ, ভিসা, টিকিট ও উপহার বিতরণ
    কাহালুর ভালশুন হাটে এলডিপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইকবালের নির্বাচনী গণ-সংযোগ
    আদমদীঘিতে একই দিনে দুই নারীর অস্বাভাবিক মৃত্যু
    * দিনে ২শ থেকে ২শ ৫০ টাকা আয় হয়। * কোমরের নিচে সাদা বস্তা বেধেঁ কাজা করেন। * অপারেশনের পার্শ্বপ্রতিক্রিয়ায় পায়ের সাথে হারিয়েছেন শ্রবণ শক্তিও

    মোজাম্মেলের অচল পায়ে সচল থাকার তীব্র লড়াই

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৪ জুন, ২০২১ ১৯:৫৩
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৪ জুন, ২০২১ ১৯:৫৩

    মোজাম্মেলের অচল পায়ে সচল থাকার তীব্র লড়াই

    তৃক্ষ্ণ বুদ্ধিমত্তা আর চলার বেশভুষা সৌখিন ছিল মোজাম্মেলহকের। চলাফেরা আর তৃক্ষ্ণ বুদ্ধির কারনে স্থানীয়রা তার নাম দিয়েছেন “মেইল”। কৃষি কাজের পাশাপাশি স্থানীয় কুন্দন বাজারে করতেন ভ্যান, সাইকেল মেরামতের কাজ। কখন শখের বসে কয়লার আগুনে তাতাল গরম করে রেড়িও মেরামত করতেন। কিন্তু হঠাৎ একদিন সাইকেল মেরামত করার সময় ডান পায়ে আঙ্গুলে হাতুড়ির আঘাতে জীবনের চিত্রটি পাল্টে যায় ।

    ‘যখন মোজাম্মেল ছিলেন সম্পদ’

    মোজাম্মেল হকের বাড়ি দিনাজপুরে বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের কুন্দন বাজারের পাশে। মোজাম্মেলের তিন ছেলে আর দুই মেয়ে। জমি প্রায় বিঘাতিনেক ছিল। স্ত্রীকে আর দুই ছেলেকে নিয়ে পাঁচ শতাংশ জমিতে বসবাস করেন মাটির নড়বড়ে ঘরে । তার নুন আনতে পান্তা ফুরানোর সংসার। নিজের চিকিৎসা আর দুই মেয়ের বিয়ে দেওয়ার কারনে কিছু জমি বন্ধকী সহ অধিকাংশই বেচে দিয়েছেন মোজাম্মেল হক। কৃষি কাজের পাশাপাশি কুন্দন বাজারে সাইকেল মেরামতেরও কাজ করতেন তিনি। সময় পেলে কয়লায় তাতাল গরম করে নষ্ট রেডিও ঠিক করতেন। হঠাৎ সাইকেল মেরামত করার সময় হাতুড়ির আঘাত লাগে ডান পায়ের বুড়ো আঙুলে।আঙুলে একটি ঘা হয়। রংপুরে চিকিৎসক তালুকদার হোসেন জানান তার পায়ে ‘বারজার” অর্থাৎ পচনশীল জাতীয় রোগ হয়েছে।

    “পায়ে ঘা” অপারেশনে পর সংসারের বোঝা”

    ঘটনা শুরু ২০০৩ সালে । সে সময় ডান পায়ের আঙ্গুলে হাতুড়ির আঘাতে সেখানে তৈরী হয় একটি ছোট্ট একটি ঘা। স্থানীয় চিকিৎসকের চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান মোজাম্মেল। সেখানে তার প্রথম অস্ত্রপাচারের মাধ্যমে ডান পায়ে গোড়ালি পর্যন্ত কেটে ফেলতে হয় তাকে। এর দু বছরের মাথায় ‘বা’ পায়েট ঘা হয়। রংপুর মেডিকেলের স্বদেশ কিনিকের ডাক্তার তালুকদার হোসেন জানান তার ‘বারজার রোগ হয়েছে।” এই রোগে রগে পচন ধরে। দুই বছরের মধ্যে বাম পা কাটতে হয়। একটু একটু করে পা কাটতে কাটতে এখন দু-পা কোমর সামান্য নিচ পর্যন্ত কাটতে হয়েছে। দুই পায়ে মোট ৬ বার কাটা হয়েছে। শেষ বার তার গলায় অপারেশন করতে হয়। সেই অপারেশনে পা হারার সাথে সাথে শ্রবণশক্তিও হারিয়ে ফেলেন তিনি। দু পায়ে চিকিৎসা শেষে তার জমিসহ দোকান শেষ হয়ে গেছে। তবে ১০ বছর আগে  দুপা আর শ্রবণশক্তি হারিয়েও থেমে নেই মোজাম্মেল।
    ঘুরে দাড়াঁতে চায় মোজাম্মেল।

    নিজের চলার বাহন দু-পায়ে ৬ বার অস্ত্রপাচার করে পা হারিয়েছেন প্রায় ১০ বছর আগে কিন্তু অন্যের নষ্ট হওয়া বাহনগুলো নিঁখুত ভাবে সারিয়ে দেন মোজাম্মেল হক (৬০)। শুধু পা নয় কয়েকবার অপারেশনের পাশর্^প্রতিক্রিয়ায় পা হারানোর সাথেসাথে হারিয়ে ফেলেন দুই কানের শ্রবণ শক্তিও। এরই মধ্যে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন তিনি। পরিবারে সদস্যদের দাবি পা আর শ্রবণ শক্তি হারিয়ে সমাজের বোঝা না হয়ে কর্ম করে খাওয়াকেই তিনি পছন্দ করেন।

    “এখন যে ভাবে চলে মোজাম্মেলের জীবন চাকা”বাড়ির পাশে কুন্দন বাজার। সেখানে ছোটবেলা থেকে কৃষি কাজের পাশা পাশি সাইকেল মেরামতের কাজ করতসে। পায়ের চিকিৎসা করাতে গিয়ে তার আগের দোকানটি অন্যের কাছে বিক্রয় করে দিয়েছেন। এখন বাজারের পাশে পূর্ব পশ্চিম রাস্তার উত্তর দিকে একটি মাটির ঘরের মোজাম্মেলের দোকান। দোকানে কয়েকটা হাতুটি রেঞ্জ, আর কয়েক শ’ টাকার মালপত্র। গায়ে দেয়ারমত তার নেই গেঞ্জি। সাদা একটি বস্তা কোমরে পেচিয়ে বসে থাকের মোজাম্মেল। দূর থেকে দেখলে মনে হবে তিনি স্বাভাবিত একটি মানুষ। তবে দোকানে আসা যাওয়া করার জন্য নিজেই একটি ব্যাটারি চালিত অটোরিকশা তৈরী করেছেন। সেটা দিয়েই তিনি আশা যাওয়া করেন।
    শ্রবণহীন মোজাম্মেলে কাজ চলে যে ভাবে।

    দুই পা ও শ্রবণহীন মোজাম্মেল হকের দোকানে পাশে রয়েছে জাহাঙ্গীর আলম খান নামের এক পল্লী চিকিৎসকের ব্যবসা প্রতিষ্ঠান। মোজাম্মেলের দোকানে আসা কাস্টমার গণের সমস্যার কথা কাগজের মধ্যে লিখে দিলে তাদের সাইকেল ও ভ্যান মেরামত করে দেন মোজাম্মেল হক অত্যন্ত নিখুঁতভাবে। তারপর কাজ শেষে হাসিমূখেই ফেরেন সাইকেল বা ভ্যান সারাতে আসা লোকজন। পা হারিয়েও স্ত্রী-সন্তানদের কাছে বোঝা হতে চাননি বলে তিনি এখনও তার শক্ত দু‘হাত দিয়ে হাতুড়ি-রেঞ্জ ঘুড়িয়ে নিজের জীবনের মোড় ঘুরানো অদম্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
    বৃহস্পতিবার বিকেলে বারান্দার নিচে বসে কথা হয় মোজাম্মেলের সাথে। তিনি  গলায় চেচিয়ে এ প্রতিবেদককে বলেন, জোরে কও মুই শুনবার পার না। মুই বয়রা।পায়ের এমন চিত্র ইশারায় দেখে দিলে হেসে মোজাম্মেল বলেন, কাটি ফেলাইচু,ঘাঁও হয়চিল।মোর কপাল বলেই, আপন মনে ভ্যানের চাকা সারানো কাজে লেগে পড়েন।

    দোকানের বেহাল অবস্থার কারন জানতে চাইলে মোজাম্মেল হক বলেন,‘পায়ের চিকিৎসা করে পুঁজি শেষ। টাকার অভাবে দোকানে মালপত্র ক্রয় করতে পারছি না। স্বল্প পুঁজির ব্যবসায় সারাদিনে প্রায় ২শ থেকে ২শ ৫০  টাকা আয় হয়, আর তা দিয়েই টেনেহেঁচড়ে চলে তার অভাবের সংসার।

    স্থানীয় চিকিৎসক জাহাঙ্গীর আলম পলাশ বলেন,‘ যৌবনকালে মোজাম্মেল হকের টগবগে শরীরে অদম্য তেজ, শক্তি আর অসীম সাহসের কারণে গ্রামের মানুষ তার নাম দিয়েছিলেন- “মেইল”। গ্রামের ছোটবড় সবাই তাকে “মেইল” নামেই ডাকেন। ছুটে চলার দূরন্ত পা হারিয়ে মোজাম্মেল হকের শরীরে আগের সেই তেজ ও শক্তি না থাকলেও মনের মধ্যে রয়েছে তীব্র সাহস। আর এ সাহসের কারণেই তিনি ভেঙে পড়েননি এবং কারও মুখাপেক্ষী হননি। সেই থেকে পায়ের বদলে তার শক্ত দুই হাতের উপর ভর করে জীবন ও জীবিকার তাগিদে ঘুড়ে দাঁড়িয়েছেন মোজাম্মেল হক।

    তার দোকানে সাইকেল অথবা ভ্যান মেরামত করতে আসা লোকজন আমাকে তাদের সমস্যার কথা বললে আমি কাগজের লিখে দিলেই সে নিখুত ভাবে সেই সমস্যাগুলো সারিয়ে দেন।

    তিনি বলেন,‘ আল্লাহ তাকে যে বুদ্ধি দিয়েছেন এটা ভাবার মত না। বাড়ি থেকে যাতায়াতের জন্য সে নিজেই একটি বাহন তৈরী করেছেন। সেই বাহনে করে সে দোকানে যাতায়াত করেন। প্রায় দশ কিলোমিটার দূর থেকে তার দোকানে সাইকেল,ভ্যান মেরামত করতে আসেন।ওই গ্রামের ভ্যান চালক জহির উদ্দিন বলেন,“দীর্ঘদিন থেকে আমি এখানে এসে আমার ভ্যানেকক্রটি সারিয়ে নিয়ে যাই।মোজাম্মেল হক ভালো কাজ জানে। পা না থাকলেও হাতে তার অনেক শক্তি।স্থানীয় অনেকেই এসে তার দোকানে ভ্যানের কাজ করি আমরা।”মোজাম্মেলের বাল্যকালের বন্ধু ইসমাঈল হোসেন বলেন, “গ্রামের মানুষের নিকট মেইল ভাই একজন অত্যন্ত ভদ্র ও বিনয়ী। সবার সাথে তার ভালো সম্পর্ক। তার জীবনে এতবড় একটি দুর্ঘটনা ঘটার পরও তিনি অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন এ বিষয়টি এলাকার মানুষকে অবাক করেছে এবং তিনি সবার নিকট এখন একটি অনন্য উদাহরণ।”

    জানতে চাইলে স্থানীয় ৫নং বিনাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, “মোজাম্মেল হকের শারীরিক সমস্যার বিষয়টি বিবেচনায় এনে তাকে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড দেয়া হয়েছে। আর তার ব্যবসায়ীক পুঁজি বাড়ানোর জন্য সরাসরি আর্থিক অনুদান দেয়ার ব্যবস্থা করা হবে।

    এ বিষয়ে কথা হলে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, “দু পা হারিয়ে কোমরে চটের বস্তাবেঁধে জীবন চাকা সচল করতে  ভ্যান, সাইকেলের মেরামত করেন মোজাম্মেল। তার এই অবস্থায় সরকার তাঁকে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিয়েছেন।তিনি বলেন,‘ওই ব্যক্তির পাশে শুধু সরকার নয় সমাজের বৃত্তবান মানুষগুলোকেও এগিয়ে আসতে হবে। তার ব্যবসার প্রতিষ্ঠান থেকে আয় বাড়ানোর জন্য যদি ফাণ্ড থেকে কিছু পুজিঁর ব্যবস্থা করা যায় সেই বিষয়টি আমরা বিবেচনা করব।

    সর্বশেষ সংবাদ
    1. ইন্দোনেশিয়ায় ভূমিধস, নিখোঁজ ২১
    2. দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    3. ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    4. নন্দীগ্রামে মাছ বাজারে অটোভ্যান চুরি, চোরসহ ভ্যান উদ্ধার
    5. নন্দীগ্রামে রাজনৈতিক মামলায় দুই জন গ্রেফতার
    6. শাজাহানপুরে লিভানা হজ্জ গ্রুপের ওমরাহ যাত্রীদের প্রশিক্ষণ, ভিসা, টিকিট ও উপহার বিতরণ
    7. কাহালুর ভালশুন হাটে এলডিপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইকবালের নির্বাচনী গণ-সংযোগ
    সর্বশেষ সংবাদ
    ইন্দোনেশিয়ায় ভূমিধস, নিখোঁজ ২১

    ইন্দোনেশিয়ায় ভূমিধস, নিখোঁজ ২১

    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ

    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ

    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

    নন্দীগ্রামে মাছ বাজারে অটোভ্যান চুরি, চোরসহ ভ্যান উদ্ধার

    নন্দীগ্রামে মাছ বাজারে অটোভ্যান চুরি, চোরসহ ভ্যান উদ্ধার

    নন্দীগ্রামে রাজনৈতিক মামলায় দুই জন গ্রেফতার

    নন্দীগ্রামে রাজনৈতিক মামলায় দুই জন গ্রেফতার

    শাজাহানপুরে লিভানা হজ্জ গ্রুপের ওমরাহ যাত্রীদের প্রশিক্ষণ, ভিসা, টিকিট ও উপহার বিতরণ

    শাজাহানপুরে লিভানা হজ্জ গ্রুপের ওমরাহ যাত্রীদের প্রশিক্ষণ, ভিসা, টিকিট ও উপহার বিতরণ

     কাহালুর ভালশুন হাটে এলডিপি’র মনোনীত সংসদ
      সদস্য প্রার্থী ইকবালের নির্বাচনী গণ-সংযোগ

    কাহালুর ভালশুন হাটে এলডিপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইকবালের নির্বাচনী গণ-সংযোগ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৫