গাবতলীতে ৫জুয়ারুসহ ৯জন গ্রেফতার
বগুড়ার গাবতলী থানা পুলিশ গত বুধবার রাতে পৃথকভাবে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ৫জন, মাদক দ্রব্য মামলায় ৩জন ও ওয়ারেন্ট মূলে ১জনসহ মোট ৯জন আসামীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে। উপজেলার সোনারায় ইউনিয়নের খুপি মধ্যপাড়া গ্রামের আশরাফ ইসলামের বাড়িতে জুয়া খেলা চলাকালে ৫জন জুয়ারুকে হাতে নাতে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
গ্রেফতারকৃতরা হলো আফাজ উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম ওরফে আব্দুর রহিম, হাতেম আলীর ছেলে সেকেন্দার আলী, জামিরবাড়িয়া পেছনপাড়া গ্রামের মৃত আহম্মদ খাঁন এর ছেলে আব্দুল মান্নান, জামিরবাড়িয়া কালিতলা গ্রামের আনিছার রহমানের ছেলে বিপুল ইসলাম ও বগুড়া শহরের নারুলী তালপট্টি এলাকার ছায়েদুজ্জামান ব্যাপারীর ছেলে সুমন ব্যাপারী।
এ ছাড়া মাদক দ্রব্য মামলায় ৩জন এবং ওয়ারেন্ট মূলে আরো ১জনসহ মোট ৯জন আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম এর সাথে কথা বললে তিনি উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন।

গাবতলী (বগুড়া) প্রতিনিধি