গাবতলীতে ঢেউ টিন গো খাদ্য ও চেক বিতরণ
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বাস্তবায়িত গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টিআর) কর্মসূচীর আওতায় বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ ইছামতি হলরুমে বিভিন্ন প্রতিষ্ঠানে চেক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খাঁন রবিন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আকতার, উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডাঃ গোপেশ চন্দ্র সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খাজা নাজিম উদ্দিন, গাবতলী সদর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন খাঁন, দুর্গাহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু, দক্ষিনপাড়া ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সাইফুল, নাড়–য়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গোফ্ফারসহ জনপ্রতিনিগণ, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভা শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খাঁন রবিন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান বা দায়িত্বশীলদের হাতে চেক তুলে দেন। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বাস্তবায়িত মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ চত্বরে দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১৪টি পরিবারে ২৮বান্ডিল ঢেউ টিন ও ৮৪হাজার টাকা বিতরণ করা হয়।
এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বাস্তবায়িত মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ চত্বরে ৬০জন উপকার ভূগীকে জনপ্রতি ৫০কেজি করে গো খাদ্য বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খাঁন রবিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান।

গাবতলী (বগুড়া) প্রতিনিধি