বগুড়ায় ভুর্তকির ১৭ টন সারসহ গ্রেফতার ৫
সরকারের ভুর্তুকির সার কালো বাজারে বিক্রির সময় ৩৫০ বস্তা (১৭ টন) সারসহ ৫ জন ডিলারকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- রুহুল আমিন (৩৫) নওশাদ (৪৬) এমদাদুল হক (৪৩) ফজলুল হক (৪৩) ফজলুল হক (৫৫) এহসানুল করীম (৪৭)
র্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলায় সারের চাহিদা বেশি থাকায় এক শ্রেণির অসাধু ডিলার বেশি মুনাফার লোভে সরকারের ভর্তুকি দেওয়া সার কালোবাজারে বিক্রয় করছে এবং আদমদীঘি হইতে নন্দীগ্রামের কালোবাজারির ৩৫০ বস্তা সার যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি দল শুক্রবার (২৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টায় বগুড়া জেলার কাহালু থানার দুর্গাপুর -জামাদারপুকুর সড়কে চেকপোস্ট বসিয়ে ৩৫০ বস্তা সারসহ একটি ট্রাক আটক করা হয়।
এ সময় ট্রাকে থাকা নন্দীগ্রাম থানার সারের ডিলার কালোবাজারির মূলহোতা রুহুল আমিনসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। আটক করা ট্রাকে (বগুড়া-ট-১১-০৯২৩) টিএসপি ও এমওপির ৩৫০ বস্তা সার পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, ১৭ টন সার আদমদীঘি উপজেলার বিভিন্ন ডিলারের নামে বরাদ্দ হয়েছিল। বরাদ্দকৃত সরগুলো নন্দীগ্রামের ডিলারের নিকট সান্তাহার বিএডিসি গোডাউন হতে উত্তোলন করে বিক্রি করে দেয়। তারা একে অপরের যোগসাজশে সিন্ডিকেট করে কৃষকের নিকট ন্যায্য মূল্যে সার বিক্রি না করে কালোবাজারে অতিরিক্ত মুনাফার লোভে অবৈধভাবে বিক্রয় করে। যার ফলে কৃত্রিম সংকট সৃষ্টি হওয়ায় কৃষক অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য হচ্ছে।

অনলাইন ডেস্ক