বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পঁচিশ পরিবারে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়সহ হতদরিদ্র জনগোষ্ঠির স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বগুড়ার শেরপুর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা গাড়ীদহ নতুনপাড়া নারী কল্যাণ সমিতির উদ্যোগে পঁচিশটি ল্যাট্রিন বিতরণ করা হয়েছে।
স্বাস্থ্যসম্মত স্যানিটেশন কার্যক্রমের অংশ হিসেবে গতকাল দুপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রাজবাড়ী-হাতিগাড়া গ্রামের হতদরিদ্র ও ক্ষু নৃ-গোষ্ঠী পঁচিশটি পরিবারের মাঝে এই ল্যাট্রিন বিতরণ করা হয়।
গাড়ীদহ নতুনপাড়া নারী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শামছুন্নাহারের সভাপতিত্বে ওই বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, শাহবন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান আল আমিন মন্ডল, আদিবাসী নেতা অজয় কুমার দে, অত্র সংস্থার প্রকল্প পরিচালক আব্দুস সামাদ, কর্মকর্তা আবু তারেক প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আগে যেখানে ল্যাট্রিন বলতে কিছুই ছিল না, সেখানে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন সুবিধা নিশ্চিত হওয়ার বিষয়টি নিঃসন্দেহে একটি খুশির খবর। এটি আমাদের বড় ধরণের অগ্রগতি। সরকারের পাশাপাশি বেসরকারি সব উন্নয়ন সংস্থাকেই এ ধরণের উদ্যোগ নেওয়ার জন্য আহবান জানানো হয়।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি