শিবগঞ্জে বোনের বিয়ের দিনে পানিতে ডুবে ছোট বোনের মৃত্যু
বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের চন্ডিহারা গ্রামে বড় বোনের বিয়ে বিদায়ের অনুষ্ঠানের দিনে পানিতে ডুবে ছোট বোনের মুত্যু হয়েছে। এ ঘটনায় বিয়ে অনুষ্ঠানে শোকের ছায়া নেমে আসে ।
জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের ট্রাক চালক সাজু মিয়া বড় মেয়ে শারমীন আক্তার এর বিয়ে অনুষ্ঠান চলছে। বর বিয়ের বাড়িতে আসার আগেই ছোটবোন মৃত্যুতে বিয়ে অনুষ্ঠানে আসা আত্মীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দাওয়াত খেতে আসা আত্মীয় স্বজনরা এক হৃদয় বিদারক ঘটনার সম্মুখিন হন। বিয়ের ব্যস্ততার মাঝে ছোট মেয়ে প্রীতি (৬) দূপূর সাড়ে ১২টা থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখোঁজির পর কোথাও প্রীতি কে না পাওয়ায় তার পিতা সন্দেহ হয় খেলার ছলে পার্শ্ববর্তী বাড়ীর ডুবায় পড়তে পারে। পুকুরে নেমে প্রীতি কে স্বজনরা খুঁজাখুুঁজির এক পর্যায়ে না পেয়ে হাত জাল নেমে টানা দেওয়ার একপর্যায়ে শিশুর লাশ জালে উঠে আসে। শিশুটির বাবা মোঃ সাজু বলেন, আজ আমার বড় মেয়ের বিবাহের বিদায়ের জন্য বাড়িতে একটি অনুষ্ঠান ছিলো। সবাই আমরা তা নিয়ে ব্যস্ত হয়ে পড়লে সবার অজানতে আমার ছোট মেয়ে প্রীতি পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুজি করে কোথাও না পেয়ে ঐ ডোবাতে জাল ফেলে আমার মেয়ের লাশ পাই। শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় শিশুটির মৃতদেহ পরিবারকে দাফন কাফনের অনুমতি প্রদান করা হয়েছে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনির্ধি