নন্দীগ্রামে ১৬ গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নতি, কমেছে দুর্ভোগ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতামাঝগ্রাম ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নেওয়া হয়েছে ব্যাপক পরিকল্পনা। এডিপি রাজস্ব, টিআর ও কাবিটা বরাদ্দে গত দুই সপ্তাহে ১৬ গ্রামের কাঁচা রাস্তাগুলোতে ইট সোলিং করা হয়েছে। এতে কয়েক হাজার মানুষের দুর্ভোগের অবসান হয়েছে। বিভিন্ন গ্রামে রাস্তার উন্নয়নকাজ চলমান রয়েছে। এ কাজের অনিয়ম ঠেকাতে স্থানীয় জনতার নজরদারি লক্ষ্য করা গেছে।
শুক্রবার দুপুরে উন্নয়নকৃত রাস্তাগুলো পরিদর্শন করেছেন থালতামাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন।
তিনি জানান, কাবিটা বরাদ্দে আন্দাশুরা, বাঁশো, মধুকুড়ি ও টিআর বরাদ্দে পারশুন, বাঁশো দণিপাড়া, দারিয়াপুর পশ্চিমপাড়া, চাঁনপুর, গোপালপুর হিন্দুপাড়া এবং এডিপি রাজস্ব বরাদ্দে দারিয়াপুর শাহপাড়া, মাঝগ্রাম মাদ্রাসাপাড়া, দারিয়াপুর, বনগ্রাম, নিমাইদিঘী দক্ষিণপাড়া, কয়ারপাড়া, ঘনপাড়া, মাঝগ্রামে রাস্তার ইট সোলিংকাজ সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন গ্রামে উন্নয়নকাজ চলমান রয়েছে।
বিভিন্ন গ্রামের বাসিন্দা মিজানুর রহমান, নজমুল হোসেন, জাকারিয়া ইসলাম, ফেরদৌস আলম বলেন, বর্ষা মৌসুমে বৃষ্টি হলে কাঁচা রাস্তায় কাদামাটি দিয়ে চলাচল করতে হতো। যাতায়াত করার সময় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। রাস্তার উন্নয়নে কাদামাটির দুর্ভোগ থেকে রক্ষা পেয়েছে গ্রামের মানুষ।
এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু তাহের জানান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পুকুর প্যালাসাইটিং ও মসজিদ মাদ্রাসার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সেলক্ষ্যে উন্নয়নকাজ চলমান রয়েছে।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি