বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন
আজ শনিবার বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। বৃক্ষরোপনকালে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে হলে প্রতি বছর বৃক্ষরোপন করতে হবে। বৃক্ষ নেই প্রানের অস্তিত্ব নেই। বৃক্ষ তাদের পত্রে-পুস্পে ও ফলে সমৃদ্ধ করে ভরে তুলেছে এ ধরনীকে। বৃক্ষরোপন অভিযানকে সফল করতে হলে সরকারের পাশাপাশি আমাদেরকেও এগিয়ে আসতে হবে। এ দেশের মানুষের মধ্যে পরিবেশ দুষনের ভয়াবহতা সম্পর্কে কোন স্পষ্ট ধারানা নেই। পরিবেশ রক্ষার দায়িত্ব পালনে এখনও উদাসীন। বৃক্ষ দ্বারা এ ধরণীকে সবুজ করতে পারলেই পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৩ মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির ঘোষনা দিয়েছেন। এটিকে বাস্তবায়ন করতে পারলেই পরিবেশ দূষণের বিষ ছোবল থেকে বাঁচতে পারবো।
তিনি আরো বলেন, প্রকৃতি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে অনেকটা বুঝতে পেরেছি। । গাছ লাগানোর জন্য জনমনে চেতনা সঞ্চার করতে হবে। পরিবেশ রক্ষায় ব্রতী হয়ে সমবেতভাবে দূষণ বিরোধী কাজে ঝাঁপিয়ে পড়লেই পরিবেশই হবে প্রাণের ধারক ও জীবনী শক্তির বাহক। পরিবেশ রক্ষায় সচেতনতা, প্রকৃতি ছাড়া মানুষের জীবন অসম্ভব, মানুষ ও পরিবেশ পৃথিবীর অঙ্গ এই বিষয়গুলির প্রতি গুরুত্ব দিতে হবে।এসময় উপস্থিত ছিলেন বগুড়া ওয়াইএমসিএ হিসাব রক্ষণ কর্মকর্তা টোনাম সরকার, অফিস সহায়ক বার্নাবাস মার্ডীসহ প্রমুখ।

ষ্টাফ রিপোর্টার