বগুড়ায় করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ১০১
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০১ জন।
রোববার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৩২২ জনের নমুনা পরীক্ষা করে ১০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে সুস্থ হয়েছেন ৫১ জন। আক্রান্তের হার ৩১ দশমিক ৩৬ ভাগ।
একই সময়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪ জন। এ নিয়ে বগুড়ার মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৪১ জন। মারা গেছেন ৩৭৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬১৭ জন।

অনলাইন ডেস্ক