পোরশায় মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান
নওগাঁর পোরশায় অসহায় ও গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি হিসাবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার বেলা ১১টায় বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) আয়োজনে সংস্থার পোরশা শাখা অফিসে এরিয়া ম্যানেজার মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রধান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ডিএম রাশেদ। এসময় উপস্থিত ছিলেন শাখা ম্যানেজার রবিউল হাসান, কোষাধক্য নিখিল চন্দ্র রায় প্রমুখ।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি