শাজাহানপুরে এডিপির অর্থায়নে ভাইচ চেয়ারম্যানের প্রস্তাবনায় ফুটবল বিতারণ
বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি আলহাজ্ব এম সুলতান আহম্মেদ এর প্রস্তাবনায় এডিপির অর্থায়নে ফুটবলও ভলিবল বিতারণ করা হয়েছে। ১লক্ষ ৫০হাজার টাকা ব্যায়ে ২শত ৩০টি ফুটবল ও ভলিবল উপজেলার গ্রাম-মহল্লা পর্যায়ে ক্লাব গুলিতে করোনাকালীন সমায়ে সুস্থ শরীর চর্চা হিসেবে সহায়ক হবে।
আজ(২৭জুন) রবিবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এসব সামগ্রী বিতারণ করা হয়েছে। এডিপির অর্থ্যায়নে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহম্মেদ'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ। উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি বৃন্দ ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি