আদমদীঘিতে মোটরসাইকেল দূর্ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নিহত
বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, শ্যামল মোহন্ত (৭০) মোটরসাইকেল দূর্ঘটনায় গত (২৭ জুন) রবিবার বিকাল ৪টায় বগুড়া শজেমিকে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে।
স্থানীয়রা জানায়, আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর হিন্দু পাড়া গ্রামের শ্যামল মোহন্ত গত (২৭ জুন) রবিবার সকাল সাড়ে ১১টায় চাঁপাপুর মোটরসাইকেল যোগে বাজারে যাচ্ছিলেন। বাজারে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে ছিটকেপড়ে গিয়ে গুরত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শজেমিকে ভর্তি করা হলে চিকিসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টায় সে মারা যায়। তার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে, আমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কুদরত -ই-এলাহী কাজল, সহ-সভাপতি আবু রেজা খান, আওয়ামীলীগনেতা নাজিমুল হুদা খন্দকার, সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, জাহিদ আহসান পিয়াল, সুমিনুল ইসলাম সুমন, মিজানুর রহমান বাবু, আবুল কাশেম, ইউপি চেয়ারম্যান এ্যাড. সামসুল হক সাম, এস.এম বেলাল হোসেন, জিল্লুর রহমান, এ্যাড.ওয়াহেদুজ্জামান, মিহির কুমার সরকার, রফিকুল ইসলাম, আনোয়ার হোসাইন।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি