আদমদীঘিতে ভ্যানেটি ব্যাগে মিললো ফেনসিডিল দুই নারী ব্যবসায়ী গ্রেপ্তার
ভ্যানেটি ব্যাগের ভিতর করে ফেনসিডিল নিয়ে বগুড়া-নওগাঁ মহাসড়কের পার্শ্বে অপেক্ষারত দুই নারী মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। গত(২৭ জুন) রবিবার সকাল সাড়ে নয়টার দিকে বগুড়ার আদমদীঘি পূর্ব ঢাকারোড রামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, আদমদীঘির সান্তাহার ইয়ার্ড কলোনীর মোকছেদ আলীন স্ত্রী মর্জিনা বেগম (৫০) ও নওগাঁর রানীনগর থানাধিন পারইল গ্রামের খোরশেদের স্ত্রী আছমা খাতুন (৪০) নামের দুই নারী মাদকব্যবসায়ী গত (২৭ জুন) সকাল সাড়ে ৯ টার সময় ভ্যানেটি ব্যাগ ভর্তি ৪০বোতল ফেনসিডিল নিজ হেফাজতে রেখে বগুড়া-নওগাঁ মহাসড়কের র্পর্ব ঢাকারোড নামক স্থানে অপেক্ষা করার সময় থানা পুলিশ গোপন সংবাদে ফেনসিডিল সহ তাদের গ্রেপ্তার করেন। এব্যাপারে এসআই রাকিব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। ওসি জালাল উদ্দীনের ফেনসিডিল উদ্ধার ও মামলা দায়েরের কথা নিশ্চিত করেন।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি