বগুড়া সদরের নুনগোলায় ভিজিডির চাল বিতরন
বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন পরিষদে কার্ডধারীদের মাঝে মাসিক ভিজিডির চাল বিতরন করা হয়েছে। রবিবার বিকেলে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন পরিষদ চত্বরে কার্ডধারীদের মাঝে ভিজিডি চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন ৯নং নুনগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলীম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন নুনগোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য এসএম বিজয় হোসেন বেলাল, সদস্য সাইফুল ইসলাম, আব্দুল আলিম, সোহেল রানা ঘটু, সাইদুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য রহিমা খাতুন প্রমুখ। এসময় সরকারী স্বাস্থ্যবিধী মেনে এবং করোনা সুরক্ষায় প্রত্যেকের মাঝে মাস্ক বিতরন করা হয়েছে। এর আগে অতিথিবৃন্দ ৯নং নুনগোলা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডে ৪টি ইটছলিং রাস্তা, একটি ঈদগাহ মাঠের সমপ্রসারণ কাজ ও ঘোড়াধাপ হাটে ৩টি সের্ড নির্মান কাজ পরিদর্শন করেন।

বগুড়া (সদর) প্রতিনিধি