আদমদীঘিতে গাড়ীর ধাক্কায় বৃদ্ধ নিহত
বগুড়ার-নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইল অজ্ঞাত গাড়ীর ধাক্কায় তফিক উদ্দীন (৭০) বছরের এক বৃদ্ধ ঘটনাস্থলে নিহত হয়েছে।
জানাযায়, আদমদীঘির সাঁকোয়া গ্রামের মৃত বুলুর ছেলে তফিক উদ্দীন গত(২৭ জুন) রবিবার রাত ৮ টায় মুরইল বাজার থেকে পায়ে হেটে বাড়ী ফিরছিলেন।
এসময় পিছন দিক থেকে একটি অজ্ঞাত গাড়ী ধাক্কা দিলে তফিক উদ্দীন ঘটনা স্থলে নিহত হয়। স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন।
ওসি জালাল উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন পরিবারের কোন বাদী না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্ত করা হয়।

অনলাইন ডেস্ক