নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার
নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। গত সোমবার সকালে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। থানা সুত্রে জানা যায়, গত রবিবার রাত সাড়ে ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওসি আবুল কালাম আজাদের নির্দেশে এসআই চাঁন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভাটগ্রাম এলাকায় অভিযান চালিয়ে দুই জন মাদক কারবারিকে ২ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার ভাটগ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে রফিকুল ইসলাম (৪১) ও তার সহযোগী একই গ্রামের আব্দুল বাছেরের ছেলে ফজলে রাব্বী (২৮) গ্রেফতারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

ষ্টাফ রিপোর্টার