শিবগঞ্জে শাট-ডাউন বাস্তবায়নের প্রশাসনের ব্যাপক প্রচার-প্রচারনা
বাংলাদেশ সরকার ঘোষিত শাট-ডাউন কঠোর ভাবে বাস্তবায়েরনর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারনা ও ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা ব্যাপী করোনা ভাইরাসের ২য় ঢেউ থেকে জনসাধারণকে রক্ষার কল্পে সরকার ঘোষিত পদক্ষেপ ও বিধি নিষেধ কঠোর ভাবে পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রচার-প্রচারনা অব্যাহত রেখেছেন। এর ধারাবাহিকতা সোমবার শিবগঞ্জ পৌর এলাকার বরকতিয়া বাজার গেটে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও সরকার ঘোষিত শাট-ডাউন বাস্তবায়ন করার লক্ষ্যে বিভিন্ন জন সমাগম এলাকায় সাধারণ মানুষকে সতর্ক করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। বক্তারা বলেন, শিবগঞ্জ এ বসবাসরত সকল নাগরিক, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি পেশার সকলকে করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকার জন্য অনুরোধ করছি। সরকারি নির্দেশনা মেনে চলুন, ঘরে থাকুন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আবু সাঈদ, আবুল কালাম আজাদ, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, সোহেল আক্তার মিঠু। উপজেলা সদরে প্রচারনা শেষে উপজেলার মোকামতলা, মহাস্থান, আমতলী, কিচক, সহ বিভিন্ন বন্দরে হ্যান্ড মাইক দ্বারা সর্তক বার্তা জনগণের উদ্দেশ্যে বলে শুনানো হয়। উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা মাস্ক না পড়ায় নাগর বন্দর মোড়ে একটি ফার্ণিচারের দোকানের এক কর্মচারীর ১শত টাকা জরিমানা করেন।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি