শিবগঞ্জে মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা
বগুড়ার শিবগঞ্জে মোটরসাইকেল কিনে না দেওয়ায় পরিবারের উপর অভিমান করে এক কিশোরের আত্মহত্যা।জানা যায়, উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মাসিমপুর চালুঞ্জা (চন্দ্রাপুকুর) গ্রামের আনোয়ার হোসেন এর পুত্র নিরব(১৬) বাবা, মা’র নিকট মাঝে মধেই মটর সাইকেল কিনে দেওয়ার কথা বলে। তার পিতা-মাতা তাকে মটর সাইকেল কিনে না দেওযায় গতকাল সোমবার সে পরিবারের সবার অজান্তে তার শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। তবে এলাকায় গুঞ্জ ওঠেছে প্রেম সংঘতি কারণে এই কিশোর আত্মহত্যা করেছে। শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি