শিবগঞ্জে মাদক সেবনকারী শিক্ষক ও সহযোগীকে ইয়াবা সহ গ্রেফতার ২
বগুড়ার শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে এক অভিযান চালিয়ে উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের ধাওয়াগীর গ্রামের মৃত আরাব উদ্দিনের ছেলে ও ধাওয়াগীর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জাকির হোসেন খোকন ও তার সহযোগী একই গ্রামের মৃত আজাহার আলীর ছেলে শহিদুল ইসলাম কে ৫ পিচ ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে। থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত শিক্ষক ও তার সহযোগীকে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, তারা দীর্ঘদিন যাবত মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত রয়েছে। মাদক আইনী মামলায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার কয়েক জন অভিভাবক বলেন, গ্রেফতারকৃত মাদক সেবনকারী ও বিক্রেতা শিক্ষক কে অবিলম্বে বিদ্যালয় থেকে অপসারণের দাবী জানান।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি