বগুড়ায় ১৯ হাজার প্যাকেট সরিফা বিড়িতে লাগানো নকল ব্যান্ডরোল উদ্ধার
বগুড়া শহরতলীর চারমাথা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১৯ হাজার প্যাকেট সরিফা বিড়িতে লাগানো নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তারা।
শুক্রবার রাতে এই অভিযান চালানো হয়। গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বগুড়া কাস্টমস অফিসের ডেপুটি কমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে প্রায় ১৯ হাজার প্যাকেট সরিফা বিড়িতে লাগানো নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। জানা যায়, উদ্ধারকৃত নকল ব্যান্ডরোলের মালিক আনোয়ার হোসেইন রানা। এবং ফ্যাক্টরিটি শহরের ভবের বাজার এলাকায় অবস্থিত। ‘তবে এই বিষয়ে কাউকে গ্রেফতার করা যায়নি। কারণ অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে বাড়িতে থাকা লোকজন পালিয়ে যায়’ বলে জানান কাস্টামস ডিসি সৈয়দ মোকাদ্দেস।
অভিযান পরিচালনাকারী সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ৩৮ বস্তায় রাখা এসব নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি সরকারের চোখ ফাঁকি দিয়ে বিক্রি করার জন্য রাখা হয়েছিল। তবে এমন অভিযোগ দীর্ঘদিনের। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

অনলাইন ডেস্ক