বগুড়ায় বাড়ছে করোনা রোগী, হাসপাতালে শয্যা সংকট
মঙ্গলবার বগুড়ার সরকারি দুটি করোনা স্পেশালাইজড হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে চিকিৎসকরা। গত ২৪ ঘণ্টায় জেলায় মোট সাতজন করোনায় আক্রান্ত হয়ে নিহত হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৩৮৪ জন। নতুন করে করোনা নমুনা পরীক্ষায় ৩৬৮টি নমুনায় শনাক্ত হয়েছে ১৫২ জন। জেলায় একদিনে সুস্থ হয়েছেন ৫৯ । মোট সুস্থ রোগী ১২ হাজার ৫৫১ জন।
জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান ,করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতলে যারা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তারা হলেন- পাবনার শিউলী, নওগাঁর সেলিম উদ্দিন, বগুড়া সদরের আবু হোসেন, বগুড়া সদরের লাকী ইসলাম, সদরে ফরিদা আকতার ও জয়পুরহাটের রানু, রংপুরের মমতাজ উদ্দিন।
নতুন আক্রান্ত ১৫২ জনের মধ্যে সদরের ১০০ জন, শেরপুরের নয়জন, সারিয়াকান্দিতে আটজন, ধুনটে ছয়জন, কাহালুতে চারজন, দুপচাঁচিয়ায় চারজন, গাবতলীতে তিনজন, সোনাতলায় তিনজন, শিবগঞ্জ, আদমদীঘি ও নন্দীগ্রাম উপজেলায় দুইজন করে করোনা পজেটিভ হয়েছেন।
জেলার দুইটি সরকারি হাসপাতলে ভর্তি করার মত স্থান সংকুলান হচ্ছে না। জেলার শজিমেক হাসপাতালে এ মূহুর্তে ১০০ শয্যার মধ্যে ভর্তি আছেন ১০১ জন, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতলে ২০০ শয্যার বিপরীতে ১৯২ জন ভর্তি আছেন। বেসরকারি মেডিক্যাল হাসপাতলে ভর্তি আছেন ৮০ জন। মঙ্গলবার নতুন করে কোনো রোগী এলে আর ভর্তি করা সম্ভব হবেনা বলে জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. ওয়াদুদ।

আখতারুজ্জামান