বগুড়ায় করোনায় চিকিৎসা নিতে এসে পাঁচ জেলার ৭জনের মৃত্যু
বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু থামছে না। চলতি সপ্তাহে প্রতিদিন গড়ে তিনজন করে মৃত্যুর সংবাদ এখন পর্যন্ত পাওয়া গেল। সর্বশেষ গত ২৪ ঘন্টায় বগুড়ায় চিকিৎসাধীন পাঁচ জেলার ৭ জনের মৃত্যু এবং জেলায় নতুন করে ১৫২ জন আক্রান্ত হয়েছে। মৃতদের মধ্যে ৫ নারী এবং দুইজন পুরুষ রয়েছেন।এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার ৭১২ জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ৫৫১ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৭জনের মৃত্যু নিয়ে মোট মৃত্যু ৩৮৬ জনের।
মঙ্গলবার দুপুরে বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৪ ঘন্টায় (২৮ জুন ) সাতজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদের মধ্যে বগুড়ার ৩ জন এবং ৪ জন অন্য জেলার বাসিন্দা। এরমধ্যে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে বগুড়া সদর উপজেলার আবু হোসেন (৬৯), লাকি ইসলাম (৬৫) ও ফরিদা আকতার (৪৬), বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাবনা জেলার শিউলী খাতুন (৩৬), নওগাঁ জেলার সেলিম উদ্দিন (৭০), রংপুর জেলার মমতাজ বেগম (৭০) এবং বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়পুরহাট জেলার রানু খাতুন (৪০)। মারা যাওয়া সকলেই বগুড়ায় চিকিৎসা গ্রহণ করছিল। এছাড়া বগুড়ায় ৩৬৮টি নমুনার ফলাফলে নতুন করে ১৫২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪১ দশমিক ৩০ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৫৯ জন। নতুন আক্রান্ত ১৫২ জনের মধ্যে বগুড়া সদর উপজেলার ১০০ জন, শেরপুরের ৯ জন, শাজাহানপুরের ৯ জন, সারিয়াকান্দির ৮জন, ধুনটের ৬জন, কাহালুর ৪জন, দুপচাঁচিয়ার ৪জন, গাবতলীর ৩জন, সোনাতলার ৩জন, শিবগঞ্জের ২জন, আদমদীঘির ২জন এবং নন্দীগ্রামের ২জন রয়েছেন। একই দিনে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৪৭টি নমুনায় ৯১জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৭ নমুনায় ৮ জনের, এন্টিজেন পরীায় ৮৩ নমুনায় ৩৯ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২১ নমুনায় ১৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়।

ষ্টাফ রিপোর্টার