সৈয়দপুরে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
চলমান বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে নীলফামারীর সৈয়দপুর শহরে রিক্সা ও রিক্সা ভ্যান চালকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।গতকাল মঙ্গলবার বিকেলে শহরের মুন্সীপাড়া রিক্সাষ্টান্ডে ওই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি এবং সাপ্তাহিক আলাপন পত্রিকার প্রকাশক ও সম্পাদক লায়ন আমিনুল হকের ব্যক্তিগত উদ্যোগে ওই স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সৈয়দপুর পৌর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কাশেম আলী, প্রধান শিক্ষক জাবেদ আলী শেখ ও শিক্ষক রেখা প্রমূখ উপস্থিত ছিলেন। ওই দিন ৪৭ জন রিক্সা ও রিক্সা ভ্যান চালকের মাঝে ওই সব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মেডিক্যাল টুপি।
বিতরণকালে বিতরণকারী লায়ন আমিনুল হক জানান, তিনি পর্যায়ক্রমে শহরের বিভিন্ন রিক্সা ষ্টান্ডে সপ্তাহে দুই দিন করে এ সব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করবেন। তার ব্যক্তিগত অর্থায়নে এ উদ্যোগে নিয়েছেন বলে জানান তিনি। তবে এ কাজে কেউ সহযোগিতা করতে এগিয়ে এলে তা আনন্দের সাথে গ্রহন করা হবে। আর ওই ব্যক্তিকে সঙ্গে নিয়ে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি