বগুড়ায় করোনায় আরো ৮ জনের মৃত্যু
বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন বগুড়ার, ২ জন নাটোরের এবং ১ জন নওগাঁ জেলার। একই সময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৭ জন।
বুধবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৩৩৬ জনের নমুনা পরিক্ষা করে ১২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৭ দশমিক ৭৯ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন ৬১ জন। বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৮৩৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৬১২ জন। মারা গেছেন ৩৯৪ জন।এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ৮৩৩ জন।

অনলাইন ডেস্ক