বগুড়ায় হাত পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
বগুডা সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের বারুইপাড়া এলাকায় করতোয়া নদীর তীর থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির হাত বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ অজ্ঞাত মরদেহটির পরিচয় উদ্ধারে কাজ করছে।
জানা যায়, স্থানীয়রা করতোয়া নদীর তীরে মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে সংবাদ প্রদান করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এসময় নিহতের কাছে নগদ টাকা ও একটি কাগজের ফাইল উদ্ধার করেছে।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর তদন্ত আবুল কালাম আজাদ জানান, লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে সে গাবতলী উপজেলার চক্কাতলি এলাকার ভোলা নাম বলে জানা গেছে। এই পরিচয় সঠিক কিনা তা নিয়েও তদন্ত চলছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ষ্টাফ রিপোর্টার