বগুড়ায় র্যাবের অভিযানে বিদেশি মদসহ ১৩ জুয়ারি আটক
বগুড়া শহরের রেলওয়ে মার্কেটের শ্রমিক বিশ্রামাগার ও শহরের স্টেশন এলাকার দিলদার হোটেলে পৃথক অভিযান চালিয়ে বিদেশি মদ, জুয়াখেলার সরঞ্জামসহ ১৩জনকে আটক করেছে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা।
রেলওয়ে মার্কেট এলাকায় শ্রমিক কার্যালয়ে ১ বোতল বিদেশী মদ, ২ বান্ডিল তাস, ৫টি মোবাইল ও নগদ ১০ হাজার ৩শত টাকাসহ ৬জনকে আটক করা হয়। বগুড়া সদরের বাদুরতলা এলাকার মোঃ লিটন শেখ (৩৯), কানছগাড়ী এলাকার মোঃ আলামিন (৩৮), জলেশ্বরীতলা এলাকার মোঃ সৈয়দ আরিফ আহম্মেদ (৪৮), বৃন্দাবনপাড়া এলাকার মোঃ রঞ্জু খলিফা (৩৬), মুকুল মিয়া (৩৫) এবং শহরের বাদুরতলা এলাকার মোঃ চঞ্চল মিয়া (৪৯)।
অপরদিকে শহরের রেলস্টেশন এলাকার দিলবার আকন্দের হোটেল থেকে ২ বান্ডিল তাস, ৭টি মোবাইল, ১১টি সীম এবং নগদ ৩ হাজার ২শত টাকাসহ গ্রেফতারকৃত ৭জন হল, বগুড়া শহরের সেউজগাড়ি এলাকার আলম মোল্লা (৩৫), সাগর (২২), মেহেদী হাসান (২৫), বাদুরতলা কুলিপট্টি এলাকার লিটন প্রমানিক (২৪), সেউজগাড়ি এলাকার ভাড়াটিয়া ইসমাইল (২৮) ও একই এলাকার ভাড়াটিয়া পান্না প্রামানিক (৩৫) এবং গাইবান্ধা জেলা সদেরর বালাহাটা বাজার এলাকার মোঃ আঃ লতিফ (৩৬)।
বুধবার দুপুরে বগুড়া বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার দিবাগত রাতে বগুড়া শহরের রেলওয়ে মার্কেটের পশ্চিম পাশে শ্রমিক সমিতির কার্যালয়ের ভিতর জুয়া খেলার সময় বিদেশী মদসহ ৬ জুয়ারীকে আটক করা হয়। রেলওয়ে স্টেশন এর এলাকার দিলবার আকন্দর খাবার হোটেলের ২য় তলায় জুয়া খেলারত অবস্থায় ৭ জনকে আটক করা হয়। তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ষ্টাফ রিপোর্টার