প্রকাশিত : ২ জুলাই, ২০২১ ১৪:৩৭

ময়মনসিংহ মেডিক্যালে একদিনে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
ময়মনসিংহ মেডিক্যালে একদিনে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু

ময়মনসিংহে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে সাত জন করোনা পজিটিভসহ ১৪ জন রোগী মারা গেছেন। এটি একদিনে হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ ৮ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের মধ্যে জামালপুর ও ময়মনসিংহের দুজন করে, শেরপুর-নেত্রকোনা ও গাজীপুরের একজন করে রোগী রয়েছেন।

এ ছাড়া উপসর্গ নিয়ে ময়মনসিংহের পাঁচজন, শেরপুর ও যশোরের একজন করে রোগী মারা গেছেন।

১৪ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের ২১০ শয্যার বিপরীতে করোনা ইউনিটে ২৩৮ জন এবং আইসিইউ ১৩ শয্যার বিপরীতে ১৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ২৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জেলার সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬২১টি নমুনা পরীক্ষায় ১৪৭ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে ৮ হাজার ১৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ২০৬ জন।

উপরে