শিবগঞ্জ চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতি, অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের প্রভাবশালী চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন এর বিরুদ্ধে দূর্নীতি অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ করেছেন ওই ইউনিয়নের ইউপি সদস্য আবু রায়হান। তিনি বগুড়া জেলা প্রশাসক উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ, উপজেলা নির্বাহী অফিসার জেলা দূর্নীতি দমন কার্যালয় সহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আটমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে নানা অনিয়ম করে আসছেন। কোন মাসিক সভা না করে সদস্যদের না জানিয়ে মন গড়া প্রকল্প প্রস্তুত করা, এলজিএসপিতে জনগনের সম্পৃক্ততায় ওয়ার্ড সভা না করা, বিভিন্ন ভাতা প্রদানে সদস্যদের না জানিয়ে তার নিজস্ব কয়েক জন সদস্য নিয়ে সে সকল কার্য সম্পাদন করা সহ নানা অভিযোগ করেছেন।
অভিযোগে আরও বলা হয়েছে চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন তার বর্তমান মেয়াদে কোন সদস্যদের সম্মানী ভাতা প্রদান করেননি। ইহা ছাড়াও তিনি সকল সদস্যদের সিল বানিয়ে স্বাক্ষর জাল করে পরিষদের কর্মকান্ড চালান। ৪০ দিনের কর্মসৃজনে ভূয়া নাম দিয়ে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। জন্ম নিবন্ধনে সচিবের সাথে যোগ সাজস করে প্রতি জন থেকে ৩শ থেকে ৫শ টাকা আদায় করে তা আত্মসাৎ করেন। বিভিন্ন ভাতা সহ টিআর কাবিখার অর্থ নিজ ইচছায় প্রকল্প গ্রহন এবং তা কাজ না করেই আত্মসাৎ করেন। এমনকি আলিয়ারহাটে হাট-বাজারের উন্নয়নের ৭৮ হাজার টাকার কাজ না করেই পুরো টাকাই আত্মসাৎ করে।
এ ব্যাপারে অভিযোগকারী ইউপি সদস্য আবু রায়হান বলেন, চেয়ারম্যান ও ইউপি সচিব যোগ সাজস করে তাদের মনগড়া প্রকল্প তৈরী করে আসছে, চেয়ারম্যান দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন পরিষদে না এসে ইউপি সচিব কে সঙ্গে উপজেলা পরিষদে এসে ভূয়া প্রকল্পের টাকা উত্তোলন করে সন্ধ্যায় আবারও বগুড়ার উদ্দেশ্যে চলে যান। যা এলাকার সর্ব স্তরের মানুষের জানা আছে।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে ও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি