প্রকাশিত : ৩ জুলাই, ২০২১ ২০:১০

শিবগঞ্জে আধিপত্ত বিস্তারকে কেন্দ্র দু’পক্ষের মধ্যে সংঘর্ষের আশংকায় এলাকায় আতংক

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে আধিপত্ত বিস্তারকে কেন্দ্র দু’পক্ষের মধ্যে সংঘর্ষের আশংকায় এলাকায় আতংক

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামলাতলা ইউনিয়নের বাদিয়া চড়া গ্রামে জাহাঙ্গীর রহমান ও জুলফিকার আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। যে কোন সময় সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় এলাকার শান্তিপ্রিয় মানুষ আতংকের মধ্যে রয়েছে।


জানা গেছে, দীর্ঘদিন  যাবৎ উপজেলার মোকামতলা ইউনিয়নের বাদিয়াচড়া গ্রামের আধিপত্ত বিস্তার কে কেন্দ্র করে উক্ত গ্রামের জুলফিকার রহমান ও জাহাঙ্গীর হোসেন দুই গ্রুপের মধ্যে ইতিপূর্বে কয়েক দফা হামলা সংঘটিত হয়েছে। গত শুক্রবার একপর্যায়ে রাত ৮টার দিকে হঠাৎ করে জুলফিকার রহমান সহ ২০/২৫ জনের একটি সংঘবদ্ধদল হাতে লাঠি-শোটা, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া একই গ্রামের প্রতিপক্ষ জাহাঙ্গীর এর বাড়িতে অতর্কিত ভাবে হামলা চালায় এবং বাড়ি ঘর ভাংচুর করে। একপর্যায়ে হামলাকারীরা বাড়ির পার্শ্বে জাহাঙ্গীরের বাগানের ৫০টি কলার ঘাউর ৬০টি কাঁঠাল জোরপূর্বক ভাবে কেটে লুট পাট করি নিয়ে যায়। হামলাকারীরা জমিতে লাগানো ৪০টি মিষ্টি কুমড়ার গাছ কেটে ফেলে। এতেও তারা ক্ষান্ত না হয়ে তার বাড়িতে দলবল সহ অতর্কিত হামলা চালায়।  এ সময়, তাদের বাঁধা দিলে জাহাঙ্গীর হোসেন এর মা  শিরিনি আক্তার কে  মারপিট করে আহত করে। এব্যাপারে শিরিন আক্তার বলেন মিথ্যা মামলার প্রেক্ষিতে আমার ছেলে জাহাঙ্গীর হোসেন বর্তমানে জেলে রয়েছে। এই সুযোগে প্রতিপক্ষরা আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং বাগানের কলা ও কাঠাল কেটে  নিয়ে যায়। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপরে