প্রকাশিত : ৩ জুলাই, ২০২১ ২০:১০

শিবগঞ্জে সরকারি ইজারাকৃত বিলের পাড়ে অবৈধ ভাবে পাকা ঘর নির্মাণের অভিযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে সরকারি ইজারাকৃত বিলের পাড়ে অবৈধ ভাবে পাকা ঘর নির্মাণের অভিযোগ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার  পৌর এলাকার অর্জুনপুর গ্রামের পার্শ্ববর্তী এলাকার প্রাচীনতম সরকারি বেড়াবালা মৌজায় ১৬ বিঘা মরছ  বিলের পাড়ে বিল ইজারাদার কর্তৃক অবৈধ ভাবে পাকা ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলা জল মহল কমিটির সরকারি বিধি মোতাবেক মরছ বিলটি ৩ বছরের জন্য ইজারা প্রদান করে। দরপত্রে অংশ গ্রহণ করে   সর্বোচ্চ ডাকে   পৌর এলাকার আকন্দপাড়া গ্রামের রেজাউল ইসলাম দুলু  ৩ বছরের জন্য   জলমহল ইজারা গ্রহণ করেন। জল মহালটি মৎস্য চাষের জন্য ইজারা গ্রহণ করলেও সে জল মহলটি বিভিন্ন খাতে ব্যবহার করার অভিযোগ করেছে এলাকাবাসী। ইতিমধ্যে সে জল মহালের চারপাশ্বের পাড়ের মাটি কেটে কৃষি জমিতে রূপান্তারিত করে চাষাবাদ করছেন। এছাড়াও সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে তড়ঘড়ি করে রাতের অন্ধকারে বাড়ি ঘর নির্মাণ করে বসবাস এর চেষ্টা করায় ক্ষুব্ধ হয়েছেন সচেতন মহল।  এব্যাপারে বিল ইজারাদার রেজাউল  ইসলাম দুলু মুঠো ফোনে বলেন, সরকারি বিধি মোতাবেক ৩ বছরের জন্য আমি মরছ বিল ইজারা নিয়েছি। পাকা ঘর নির্মাণ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিলের পার্শ্বে আমার দখলীয় জমিতে নিজস্ব জায়গায় ঘর নির্মাণ করছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেন, বিষয়টি জানার পর শিবগঞ্জ ইউনিয়নের তহসিলদার ও সার্ভেয়ারকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন  পাঠানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। তদন্ত প্রতিবেদন  সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপরে