প্রকাশিত : ৩ জুলাই, ২০২১ ২০:১৩

বগুড়ার নন্দীগ্রামে কঠোর অবস্থানে প্রশাসন,৩ জনের জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে কঠোর অবস্থানে প্রশাসন,৩ জনের জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে কঠোর অবস্থানে প্রশাসন,৩ জনের ৫শ টাকা জরিমানা। লকডাউন সফল করতে বগুড়ার নন্দীগ্রামে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার সারাদেশে ৭ দিনের লকডাউন ঘোষণা করে। নন্দীগ্রাম উপজেলায় লকডাউন সফল করতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত অভিযানে নেমেছেন। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ টহল জোরদার রয়েছে। এ কারণে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, হাট-বাজার প্রায় জনশূন্য। শনিবার (৩ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত নন্দীগ্রাম সদর,  কুন্দার হাট, ওমরপুর, রণবাঘা, নামুইট, শিমলা, ভাটরা ও কুমিড়া পন্ডিতপুকুর বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত’র ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের ৫শ’ টাকা জরিমানা করে। তিনি উপজেলাবাসীকে লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দিকনির্দেশনা দেন।

উপরে