প্রকাশিত : ৩ জুলাই, ২০২১ ২০:১৫

শাজাহানপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়ি ভাংচুর ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
শাজাহানপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়ি ভাংচুর ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ

বগুড়ার শাজাহানপুরে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়ি ভাংচুর করে মহিলা ও শিশুদের হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া খিয়ারপাড়া গ্রামে।

অভিযোগ সূত্রে জানাগেছে, বামুনিয়া খিয়ারপাড়া গ্রামের মৃত আফসার মাস্টারের ছেলে নজরুল ইসলাম (৪৭) এর সাথে জমি জমা নিয়ে তার প্রতিবেশি মৃত গোলাম উদ্দিনের ছেলে আনছার আলী (৬৫)’র পূর্ব থেকে বিরোধ চলে আসছে। এক পর্যায়ে গত শুক্রবার সকাল ১১টার দিকে আনছার আলী ও তার সহযোগিরা লাঠিশোটা নিয়ে নজরুল ইসলামের বাড়ির সামনে অবস্থান নিয়ে বাড়িঘর ভাংচুর করে । একপর্যায়ে তারা নজরুল ইসলামের স্ত্রী ও সন্তানদের গালাগালি করে এবং প্রাণ নাশের হুমকি দেয়।

 এ ঘটনায় নজরুল ইসলাম বাদি হয়ে গতকাল শনিবার শাজাহানপুর থানায় ৪ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শাজাহানপুর
থানার এস.আই আব্দুর রাজ্জাক জানিয়েছেন, অভিযোগের তদন্ত করতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপরে