প্রকাশিত : ৪ জুলাই, ২০২১ ১৫:১১

গাবতলীর নেপালতলী ইউনিয়ন পরিষদে নগদ অর্থ বিতরণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীর নেপালতলী ইউনিয়ন পরিষদে নগদ অর্থ বিতরণ

করোনা ভাইরাসের কারনে সরকারীভাবে বরাদ্দ হওয়া গতকাল শনিবার বগুড়া গাবতলীর নেপালতলী (কদমতলী) ইউনিয়ন পরিষদে জনপ্রতি ৫শত টাকা করে ২৫০জন করে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। নেপালতলী ইউনিয়নে প্রথমে নগদ অর্থ বিতরণ শুরু করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম লতিফুল বারী মিন্টু। পরে এসে যোগ দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, দায়িত্বপ্রাপ্ত (ট্যাগ) অফিসার বুলবুল আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন সুখানপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রানা, ইউপি মেম্বার বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী, তোফাজ্জল হোসেন, আজিজুল হক জিন্না, মহিদুল হাসান টুনু, আতিকুর রহমান সবুজ, সাখাওয়াত হোসেন লিটন, নুরুল ইসলাম উজ্জল, মর্জিনা বেগম, নিলুফা ইয়াছমিন, সচিব আবু জাকারিয়া, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম রাঙ্গাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সরকারীভাবে জনপ্রতি ৫শত টাকা করে ২৫০জন অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হলেও পরে চেয়ারম্যান এসএম লতিফুল বারী মিন্টু ব্যক্তিগতভাবে প্রায় একশত অসহায় মানুষকে নগদ অর্থ বিতরণ করেন। এই নিয়ে নেপালতলী ইউনিয়নে প্রায় ৩৫০জন অসহায় মানুষকে নগদ অর্থ দেয়া হয়।

 

উপরে