প্রকাশিত : ৪ জুলাই, ২০২১ ১৬:০৫

সিরাজগঞ্জে লকডাউন না মানায় ৩৪৭ জনকে জরিমানা

অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জে লকডাউন না মানায় ৩৪৭ জনকে জরিমানা

কঠোর লকডাউনের সময় বিনাকারণে বাহিরে ঘোরাফেরা করায় সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৪৭ জনকে ১ লাখ ৪৮ হাজার ৮০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর ‘লকডাউন’ মানাতে গত ১ জুলাই সকাল থেকে ৩ জুলাই রাত পর্যন্ত জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নেতৃত্বে ৪৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পরাসহ বিভিন্ন অভিযোগে জেলার ৯টি উপজেলায় ২৬১টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ৩৪৭ জনকে বিভিন্ন পরিমাণে মোট ১ লাখ ৪৮ হাজার ৮০ টাকা জরিমানা করা হয়।

প্রসঙ্গ, চলমান লকডাউনে সিরাজগঞ্জ জেলায় জনসচেতনা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে তিন প্লাটুন বিজিবি, দুই প্লাটুন সেনা বাহিনী ও আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে প্রতিদিন কাজ করছে এবং ৯টি উপজেলার নির্বাহী অফিসার ও ভূমি কর্মকর্তারা সচেতনতায় দায়িত্ব পালন করছেন।

উপরে