প্রকাশিত : ৪ জুলাই, ২০২১ ২২:০০

শিবগঞ্জে উপজেলা প্রশাসনের কঠোর ভাবে ৭দিনের লকডাউনে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে উপজেলা প্রশাসনের কঠোর ভাবে ৭দিনের লকডাউনে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত

বগুড়ার শিবগঞ্জ  উপজেলা প্রশাসন কঠোর ভাবে সরকারি নির্দেশ অনুযায়ী ৭দিনের লক ডাউন পালনে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। প্রথম দিন থেকে উজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক সরকারি বিধি নিষেধ বিষয়ক প্রচারণা চালিয়েছেন। লক ডাউন বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সেনা বাহিনী ও পুলিশ উপজেলা প্রশাসনকে ব্যাপক ভাবে সহযোগিতা করছেন। এ ছাড়াও বাংলাদেশ সেনা বাহিনী প্রতিদিন নিয়মিত টহল পরিচালনা করে জনগণকে সচেতন করছেন আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের সহযোগীতায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা করতে সহযোগিতা করছেন। বৈরী আহ্বাওয়ার মধ্যেও ২য় দিন শুক্রবার গুড়িগুড়ি বৃষ্টি অপো করে   উপজেলার বিভিন্ন বন্দরে  মোবাইল কোর্ট পরিচালনা ও মনিটরিং করেন  উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট। এছাড়াও ৩য়, ৪র্থ দিন পুলিশ প্রশাসন ও সেনা বাহিনীর টহল টিমের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।  মাঠে রয়েছে মোবাইল টিম। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ দন্ড করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

উপরে