বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন
বগুড়ায় পাল্টা-পাল্টি ছুরিকাঘাতে জোবায়ের হাসান (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সাব্বির হোসেন (২০) নামে আরও এক যুবক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার রাতে বগুড়া শহরের মালগ্রাম দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জোবায়ের হাসান মালগ্রাম দক্ষিণ পাড়ার টুলু মিয়ার ছেলে।
জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে মালগ্রাম দক্ষিণ পাড়ায় সাবেক মেম্বর বাদশা মিয়ার বাড়ির সামনে সাব্বির হোসেনকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের (জোবায়ের) যুবকরা। এর জের ধরে রাত ১১টার দিকে সাব্বিরের লোকজন জোবায়েরকে এলাকায় পেয়ে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২ টার দিকে জোবায়ের মারা যায়।
এ ঘটনার পর এলাকায় উভয় পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। রাতেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, সাব্বির ও জোবায়েরের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। তার জের ধরেই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

অনলাইন ডেস্ক