সিরাজগঞ্জে বালুবাহী ট্রাক পুকুরে, নিহত ২
সিরাজগঞ্জের বেলকুচিতে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকটিও পুকুরে ডুবে যায়। এ ঘটনায় চালক ও হেলপার পলাতক রয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে উপজেলার পৌর এলাকার চালা পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বেলকচির চাল পূর্বপাড়া মহল্লার আব্দুস সামাদের ছেলে সাব্বির (১৩) ও রাব্বী (১০)।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ঘটনাস্থল থেকে জানান, দুই ভাই বাড়ির পাশে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল। এ সময় বালুবাহী একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দিলে তারা দুই ভাইসহ ট্রাকটি পাশের একটি পুকুরে পরে যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অনলাইন ডেস্ক