প্রকাশিত : ৫ জুলাই, ২০২১ ১৬:০৭

ঈশ্বরদীতে করোনায় ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
ঈশ্বরদীতে করোনায় ৪ জনের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে করোনায় আক্রান্ত হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের একজন শ্রমিকসহ একদিনে আরও চার জনের মৃত্যু হয়েছে। সোমবার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রূপপুর প্রকল্প সূত্র ও মৃত ব্যাক্তিদের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রূপপুর প্রকল্পের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মান শ্রমিক ও উপজেলার চর মিরকামারি মাথাল পাড়ার জয়েন উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম খান (৫৫) করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত ১২টায় মারা যান। এদিকে শহরের শৈলপাড়া এলাকার শাহীন হোসেনের স্ত্রী রিমা খাতুন (৩৬) বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান। অপরদিকে রেলওয়ের অবসরপ্রাপ্ত টিটিই ইউনুস আলী (৭০) সোমবার দুপুর ১টার দিকে একটি বেসরকারি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া উপজেলার মুলাডুলি ইউনিয়নের চকনারিচা বাগবাড়িয়া গ্রামের রিজু প্রামানিকও (৬০) করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান জানান, সোমবার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৩ জনের এন্টিজেন পরীক্ষায় ৩৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ঈশ্বরদী হাসপাতালের করোনা ইউনিটে এখনও ৩ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন বলে জানান তিনি।

রূপপুর প্রকল্প সূত্রে জানা যায়, সোমবার পর্যন্ত রূপপুর প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকদের মধ্যে ২৩৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়ে পাবনা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এ ছাড়া প্রকল্পের আরও ৪৪৪ জনের করোনা পরীক্ষায় ৬৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

উপরে