প্রকাশিত : ৭ জুলাই, ২০২১ ১৫:৩০

বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় তিন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ১১ জন। একই সময় নতুন করে ১৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এতথ্য জানিয়েছেন।

জানা যায়, চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১ করোনা রোগী মারা যান। মারা যাওয়া ৫ জনের মধ্যে বগুড়ার ৩ জন, ১ জন পাবনার এবং ১ জন সিরাজগঞ্জ জেলার।

এছাড়াও করোনা উপসর্গ নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালে ৬ জন এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৬১৫ জনের নমুনা পরিক্ষা করে ১৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ২৫ দশমিক ৪ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৮৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ১৫৬ জন। মারা গেছেন ৪৪২ জন। বর্তমানে রোগী আছে ১ হাজার ৪৮৯ জন। এরমধ্যে তিনটি হাসপাতালে ভর্তি আছেন ৫৬৪ জন।

উপরে