প্রকাশিত : ৭ জুলাই, ২০২১ ১৭:১৫

আদমদীঘির স্কুল ছাত্রী অপহরনের চার মাস পর চট্রগ্রাম থেকে উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘির স্কুল ছাত্রী অপহরনের চার মাস পর চট্রগ্রাম থেকে উদ্ধার
বগুড়ার আদমদীঘিতে নবম শ্রেণীর স্কুল ছাত্রী ফাতেমা-তুজ জোহুরা অপহরনের চার মাস পর গত মঙ্গলবার রাতে চট্রগ্রামের পতেঙ্গা এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার করেছেন থানা পুলিশ। আজ বুধবার ভিকটিমকে আদালতে প্রেরন করেন। 
 
আদমদীঘির খারিয়াকান্দি গ্রামের আখতারুজ্জামান ফিরোজ ওরফে দুলালের কন্যা ও নশরতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রী ফাতেমা তুজ জোহুরা । স্কুলে যাতায়াতের সময় ধনতলা গ্রামের মুনছুর আলীর ছেলে জনি  ছাত্রীর পথরোধ করে বিভিন্ন সময়  প্রেম প্রস্তাব সহ উক্তত্য করে। বিষয়টি স্কুল ছাত্রীর পরিবারের লোকজন জানতে পেরে রনির পরিবারকে জানালে তারা ক্ষিপ্ত হয়। গত (৯ জানুয়ারী) সন্ধা ৭ টার সময় অসুস্থ ভগ্নীপতি কফিল উদ্দীনকে দেখতে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হওয়া মাত্রই রনি ও তার সহযোগীরা স্কুল ছাত্রীকে জোড়পূর্বক মাইক্রো যোগে অপহরন করে নিয়ে যায়।
 
এঘটনায় অপহৃতা বাবা বাদী হয়ে রনি সহ ৫ জনের নাম উল্ল্যেখ ও অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে থানায় অপহরন মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী অফিসার এসআই রকিব হোসেন ,অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। আসামীরা আদালত থেকে জামিনে আছে। 
উপরে