প্রকাশিত : ৭ জুলাই, ২০২১ ২২:১৫

নন্দীগ্রামে অনলাইনে পশুর হাট চালু করলেন উপজেলা প্রাণিসম্পদ অফিস

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে অনলাইনে পশুর হাট চালু করলেন উপজেলা প্রাণিসম্পদ অফিস

বগুড়ার নন্দীগ্রামে অনলাইনে পশু হাট চালু করলেন নন্দীগ্রাম উপজেলা প্রাণিসম্পদ অফিস।  করোনা পরিস্থিতির কারণে যদি ঈদুল আজহা পর্যন্ত লকডাউন স্থায়ী হয় তাহলে পশু বেচাকেনায় সমস্যায় পড়বেন খামারি ও কৃষকেরা। একারণে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অরুণাংশু মন্ডল, ফেসবুক অনলাইন পশুর হাট নন্দীগ্রাম বগুড়া নামে একটি গ্রুপ খুলে এই হাট চালু করেছেন। অনলাইন পশুর হাট গ্রুপে গরু, মহিষ, ছাগলও ভেড়া পালনকারীদের পশুর ছবিসহ বিভিন্ন তথ্য রয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা আশাবাদী অনলাইন পশুর হাটে ব্যাপক সাড়া পাওয়া যাবে। উপজেলার প্রাণিসম্পদ অফিস সুত্রে জানা গেছে, এ উপজেলায় খামারি ও কৃষকদের বাড়িতে সরকারি হিসাবে প্রায় ১১ হাজার পশু রয়েছে। পশুর হাট নামের এই অনলাইন গ্রুপের মাধ্যমে ক্রেতা-বিক্রেতারা সহজেই গবাদিপশু কেনাবেচা করতে পারবেন। প্রাণিসম্পদ অফিস খামারি ও পশু পালনকারীদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করে ক্রেতাদের কাছে এসম প্রাণী পৌঁছে দেবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অরুণাংশু মন্ডল বলেন, করোনা মহামারিতে ক্রেতা-বিক্রেতাদের কথা বিবেচনা করে নন্দীগ্রামে অনলাইন পশুর হাট চালু করা হয়েছে। অনলাইন পশুর হাটের সফলতার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করি অনলাইন  হাটের মাধ্যমে অনেকেই কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারবেন।

উপরে