মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য উপহার বিতরণ
বগুড়ায় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌছে দেয় জেলা প্রশাসন। '৩৩৩' নম্বরে প্রাপ্ত কলের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ৪৭ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয় যেখান মোট উপকারভোগী ২৪২ জন ব্যক্তি।
উপহারপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে গৃহকর্মী, স্যানিটারি মিস্ত্রি, অটোরিক্সা চালক, ড্রাইভার, বেসরকারি চাকরি হারানো ব্যক্তি, শ্রমিক, গৃহিণী,দর্জি ইত্যাদি বিভিন্ন পেশার মানুষ ছিলেন। উপহার সামগ্রী বিতরণের দায়িত্বে ছিলেন জেলা প্রশাসন,বগুড়া-এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আতাহার শাকিল |
বগুড়া’র পক্ষ থেকে ৩৩৩ হটলাইনে প্রাপ্ত তথ্য যাচাইপূর্বক ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান জেলা প্রশাসন।

অনলাইন ডেস্ক