প্রকাশিত : ৮ জুলাই, ২০২১ ১৫:৩৫

হিলি মটরসকে ৫৬০০ টাকা জরিমানা ও দোকানে তালা

দিনাজপুর প্রতিনিধি
হিলি মটরসকে ৫৬০০ টাকা জরিমানা ও দোকানে তালা

সরকারি বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে দিনাজপুরের হিলি মটরস ও ক্রেতাদের ৫ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাকিমপুর হিলি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম।

বৃহস্পতিবার দুপুরে হিলির চারমাথা মোড়ে হিলি মটরসে অভিযান চালিয়ে জরিমানা করেন তিনি।

এসময় হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ সহ পুলিশ সদস্য, বিজিবি সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার বিভিন্ন নির্দেশনা এবং বিধিনিষেধ জারি করেছেন। ১৪ দিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছেন। বিনা প্রয়োজনে কেউ ঘরের বাহির হবে না। শুধু নিত্যপ্রয়োজনীয় দোকানপাট খোলা থাকবে।

তিনি আরও বলেন, হিলি মটরসের মালিক জুয়েল সরকারি বিধিনিষেধ অমান্য করে প্রতিনিয়ত তার দোকান খোলা রাখছে। এই অপরাধে তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগানো হয়েছে। লকডাউন চলাকালীন তার দোকান খুলতে পারবে না। তার দোকানে মোটরসাইকেলের যন্ত্রাংশ ক্রয় করতে আসা তিন জন ক্রেতাকে ২০০ টাকা করে ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

উপরে