প্রকাশিত : ৮ জুলাই, ২০২১ ১৬:৫৩

চট্টগ্রামে এক দিনে করোনা শনাক্তে নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে এক দিনে করোনা শনাক্তে নতুন রেকর্ড

চট্টগ্রাম জেলায় এক দিনে করোনা শনাক্তের সংখ্যা ৭০০ ছাড়াল। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১০৯ জনের নমুনা পরীক্ষায় ৭১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এটা এ জেলায় ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের নতুন রেকর্ড। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৮০ শতাংশ।

জেলার সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রেকর্ড সংক্রমণের দিনে চট্টগ্রামে মৃত্যু হয়েছে আরও ৯ জনের।

সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১টি ল্যাবে দুই হাজার ১০৯টি নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গেছে ৭১৩ জনের।এর মধ্যে নগরীর ৪৭৭ জন এবং বিভিন্ন উপজেলার রয়েছে ২৩৬ জন। বিভিন্ন উপজেলার মধ্যে চট্টগ্রামের হাটহাজারিতে সর্বোচ্চ ৫৮ জন শনাক্ত হয়েছে। এছাড়া সীতাকুণ্ডে ৩৩, রাউজান ২৭ এবং ফটিকছড়িতে ২০ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

এর আগে গত মঙ্গলবারে একদিনে সর্বোচ্চ ৬৬২ জনের সংক্রমণ পাওয়া গিয়েছিল চট্টগ্রামে। বুধবার চট্টগ্রামে সংক্রমণ পাওয়া যায় ৬১১ জনের মধ্যে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মারা গেছে নয়জন। এর মধ্যে নগরীর দুইজন এবং বিভিন্ন উপজেলার রয়েছে সাতজন।

এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৭৪৪ জনে।

উপরে